Friday, September 30, 2016

পুরুষাবতার

পুরুষ অবতার
পরমেশ্বরের
অংশরূপ।
প্রকৃতিসত্তার  গুণাবলির
অংশ  হয়েও
পুরুষ  অবতার
তিঁনি  নিজে
সেই প্রকৃতিকে
বিশেষভাবে  নিরীক্ষণ করেন।
প্রকৃতিকে
নিয়ম-নীতি-শৃঙ্খলায়
বন্ধন করান।
এবং  প্রকৃতিকে
বিভিন্ন   বিষয়ের
প্রয়োজনীয়
প্রবর্তনা  করান।

পুরুষাবতার  থেকে
আরো
অন্য  অনেক
অবতারের  আবির্ভাব।

এই পুরুষ  অবতারই
শাস্ত্রে বর্ণিত  এবং কথিত
' পুরুষ '।

পুরুষ   অবতার
হিন্দুশাস্ত্রমতে
পরমেশ্বরের
সর্বপ্রথম অবতার।

শ্রীকৃষ্ণ  নিজেই   সেই
পুরুষ   অবতার!



* সূত্র       শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত
                " শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত ",    গীতা প্রেস,
                 গোরক্ষপুর,    ভারত।    পৃষ্ঠা   ৩৯৮ ।

No comments:

Post a Comment