Thursday, September 29, 2016

তত্ত্ব ( এক )

তত্ত্বের যথাযথ সম্পর্ক
কেবল সজাতীয় তত্ত্বের সঙ্গেই
হতে পারে।

বিজাতীয়  তত্ত্বের সঙ্গে
কেবল
বিজাতীয় সম্পর্ক!

আমাদের  ' আত্মা '-তত্ত্ব
পরমার্তার
সজাতীয় তত্ত্ব।

তাই
সেই সজাতীয় তত্ত্ব দিয়েই
পরমাত্মাকে
অনুভব করা যায়।

অন্য  কোনো
জড় তত্ত্বের দ্বারা
পরমাত্মার অনুধাবন
একদমই করা সম্ভব  নয়।



সূত্র             ' পাতঞ্জল যোগদর্শন ', গীতা প্রেস ।

No comments:

Post a Comment