গীতায় ভগবান শ্র্রীকৃষ্ণ
সাত্ত্বিক ব্যক্তিরা
ঈশ্বরের এত সন্নিকটে
অবস্থান করেন
যে
তাঁদের পক্ষে
সংগ্রামমুখর
রাজসিক কর্ম করে
পরের উপকার
বা ধর্মপ্রচার
কোনটাই করা
সম্ভবপর নয় !
সর্বশ্রেষ্ঠ সাত্ত্বিক
মহামানবেরা
' কর্ম '-করতে
পারেন না !
তাঁদের মনে
কোন আসক্তিই নেই।
তাঁরা
রজোগুণহীন।
গীতায়
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন
যিনি
আত্মাতেই
আনন্দ অনুভব করেন
আত্মাতেই তৃপ্ত
আত্মাতেই সন্টুষ্ট
তাঁর
কোন কাজই নেই!
সূত্র ও সংযোজনা ' প্রবন্ধ বিচিত্রা ',------ তারকনাথ গঙ্গোপাধ্যায় ।
No comments:
Post a Comment