বৃষ্টিঝরা শেষ হয়েছে, আকাশ পরিষ্কার
এবার মেঘের আড়াল থেকে সূর্য হল বার
কিচিরমিচির পাখি ডাকে, ' বৃষ্টি হল শেষ,
এবার মোরা প্রাণের সুখে উড়তে পাব বেশ !'
দিদি এখন ছাতে গেল, ভেজা কাপড় নিয়ে
চিপে চিপে আলসে পরে, দেবে বিছিয়ে
রোদের তেজ কাপড় থেকে টেনে নেবে জল
সূর্যিমামা বেজায় ভালো, তাই নারে, তুই বল ?
বাগানেতে তাকিয়ে দেখি, ফুলগুলো সব ভিজে
কতকগুলো ঝরে গেছে, বৃষ্টিগুলো কি যে !
ইলেকট্রিকের তারে ঝোলে, ফোঁটায় ফোঁটায় জল
বৃষ্টি ভেজা পৃথিবীটা হয়েছে নির্মল !
এবার মেঘের আড়াল থেকে সূর্য হল বার
কিচিরমিচির পাখি ডাকে, ' বৃষ্টি হল শেষ,
এবার মোরা প্রাণের সুখে উড়তে পাব বেশ !'
দিদি এখন ছাতে গেল, ভেজা কাপড় নিয়ে
চিপে চিপে আলসে পরে, দেবে বিছিয়ে
রোদের তেজ কাপড় থেকে টেনে নেবে জল
সূর্যিমামা বেজায় ভালো, তাই নারে, তুই বল ?
বাগানেতে তাকিয়ে দেখি, ফুলগুলো সব ভিজে
কতকগুলো ঝরে গেছে, বৃষ্টিগুলো কি যে !
ইলেকট্রিকের তারে ঝোলে, ফোঁটায় ফোঁটায় জল
বৃষ্টি ভেজা পৃথিবীটা হয়েছে নির্মল !
No comments:
Post a Comment