Friday, September 9, 2016

ছড়া ( নয় )

নতুন জামা  নতুন জুতো
পরবো আমি  পরবে ভূতো
আমার ছোট ভাই
ঠাকুরতলায় জড়ো হবো
বাজি কিছু সঙ্গে নেব
খুশির সীমা নাই !
পুড়বে বাজি  জ্বলবে আলো
ভূতোর খুবই লাগবে ভালো
নাচবে আনন্দে
তারাবাজি  রঙমশালে
ফুলকি দিয় তুবড়ি জ্বলে
পুজোতলা মাতিয়ে দেবে 
বারুদ পোড়ার গন্ধে !
পুজোর সময় বাজবে বাঁশি
বাজবে কাঁসর ঘন্টা
বাদ্যি তালে  বাজির তালে 
উঠবে নেচে মনটা !

No comments:

Post a Comment