Sunday, September 11, 2016

ছড়া ( ঊনচল্লিশ )

আমি ভীষণ খেলাপ্রিয় 
   খেলতে ভালোবাসি
এই দেখোনা  সকাল থেকেই
  পুতুল নিয়ে আছি !

ছোট ছোট পুতুলগুলোর
  নাম রেখেছি আমি
এই দেখোনা বুড়ো পুতুল
  কুঙ্কুমেরই স্বামী ।

কুঙ্কুমকে চেনো নাকো ?
  আমার পুতুল মেয়ে !
শ্বশুর বাড়ি যাবে না আর
   বাপের বাড়ি পেয়ে।

জামাই আমার বেজায় ভালো
   এসেছে তারে নিতে
সাথে করে এনেছে সে
   মাথার রঙিন ফিতে । 

তাই আদর করে  সাজিয়ে আমি
   পরিয়ে নতুন শাড়ি
মেয়েকে  বলে কয়ে  মন ভুলিয়ে
   পাঠাই শ্বশুর বাড়ি !
   

No comments:

Post a Comment