Monday, September 12, 2016

শ্রাবণে

ক্লান্তি নাই শাওন বাতাসের   হুহু রবে বয়
বয়ে আনে বিদ্যুৎ গর্জন   সূক্ষ্ম জলকণা
মনে হয়   আমা সনে   দিবানিশি  শুধু কথা কয়
নাকি  বৃক্ষ-শাখা-পত্র   সনে     সুগভীর  কোন আলোচনা !

দিঘি  খাল  জলময়    শাপলা শালুক ভরা
পথে পথে   জমা জল    বৃষ্টির ছাঁটে
ভিজে চলে কুলবধূ   কাঁখে লয়ে ঘড়া 
লোক নেই   জন নেই   আজকের হাটে !

শীর্ণ এক বৃক্ষশাখে   বসে পাখি দোলে
হেথা হোথা   চারিধারে  তার করুণ চাউনি
নীড় গেছে ভেঙ্গে   এই দুর্যোগের কালে
মনের বেদনা তার   মম চিত্তে   বারেবারে শুনি !

No comments:

Post a Comment