আমি তো জড় পদার্থ নই
যদিও জড় পদার্থের সমাহারে তৈরী ।
আমি হলাম এক
আদর্শ অনুসারী ।
দিশারি ।
আমার
অখণ্ড আনন্দ সত্ত্বা ।
প্রেমের সত্ত্বা ।
সত্ত্বা চলন্ত ।
প্রবহমান ।
জীবন্ত ।
অনুভূতিপ্রবণ
বিবেকবান
সত্য !
আমি মুখোশ
সরিয়ে রেখেছি ।
তোমরা আমাকে পাবে ।
আসতে পারো ।
আমি চেষ্টাহীনও নই
নিষ্ক্রিয়ও নই ।
প্রাণময়
বেগবান ।
আমি তোমার সুমুখে এসেছি ।
শঙ্খ বাজাও ।
আমায় আলিঙ্গন করো !
যদিও জড় পদার্থের সমাহারে তৈরী ।
আমি হলাম এক
আদর্শ অনুসারী ।
দিশারি ।
আমার
অখণ্ড আনন্দ সত্ত্বা ।
প্রেমের সত্ত্বা ।
সত্ত্বা চলন্ত ।
প্রবহমান ।
জীবন্ত ।
অনুভূতিপ্রবণ
বিবেকবান
সত্য !
আমি মুখোশ
সরিয়ে রেখেছি ।
তোমরা আমাকে পাবে ।
আসতে পারো ।
আমি চেষ্টাহীনও নই
নিষ্ক্রিয়ও নই ।
প্রাণময়
বেগবান ।
আমি তোমার সুমুখে এসেছি ।
শঙ্খ বাজাও ।
আমায় আলিঙ্গন করো !
No comments:
Post a Comment