Wednesday, September 7, 2016

এসো

পলক পড়ে না চোখে
এত রূপ দেখে
ওগো রূপের আধার !


জীবন জেগেছে আজ
চঞ্চল হয়ে
তব সাথে
ঘর বাঁধার ।


হিয়াতে জেগেছে 
আজ
হিল্লোল।


প্রেম আজ প্রসারিত
মধু কল্লোল !



ফেলে রাখো
ফেলে রাখো
লজ্জা 

এসো আজ 
হোক
ফুল সজ্জা !


মনেতে জেগেছে 
আজ
প্রিয় ডাক ।


চোখদুটি  
ভাষাভরা
মুখ নির্বাক !


এসো মোরা
একহই
দুজনে


হৃদয়ে হৃদয় 
দিয়ে
হৃদয়ের বন্ধনে !

No comments:

Post a Comment