Sunday, September 25, 2016

বিজ্ঞান ও ধর্ম

বিজ্ঞান ও
    ধর্ম
উভয়ের
লক্ষ্য এক।
    সত্য
উদ্‌ঘাটন।

        দুটিই
সুপ্রাচীন ঐতিহ্যের
ধারক ও বাহক।

     বিজ্ঞান
আলোকিত হলে
       ধর্মও
আলোকিত হয়।

    বিজ্ঞান
সাধারণ ভাবে
  জড়বস্তুর
     ধর্ম
  ও তার
পর্যালোচনা।

শারীরবিদ্যা বিজ্ঞানে
   সজ্ঞান শরীরের
    কথাও  থাকে!

  ধর্ম
চেতন
শক্তির
বিন্যাস
ও  নব নব  রূপে
সেই চেতন শক্তির
আরো আরো  রহস্য উন্মোচন।

ধর্ম
শরীরধারীর জীবাত্মার
স্বরূপ নির্ণয়  করতেও
আগ্রহী।

বিজ্ঞানের  অন্তর্নিহিত
জ্ঞানের চৈতন্যে
এখন ধর্মেরও
অনাগোনা।

No comments:

Post a Comment