Sunday, September 25, 2016

উত্তরণ ( এক )

আমাদের বিবেক জেগে ওঠে
মস্তিষ্ক থেকে।
মস্তিষ্ক বুদ্ধির আকর।
বুদ্ধিকে ভর করে
বিবেক দশদিকে ছড়িয়ে পড়ে।

আমাদের শ্রদ্ধা জেগে ওঠে
হৃদয় থেকে।
হৃদয় থেকে সশ্রদ্ধভাব আসে
' শ্রদ্ধাবান  লভ্যতে  জ্ঞানম '।

বিবেক  শ্রদ্ধা  এবং  জ্ঞান     মিলেমিশে
আমরা  আরো পরিপূর্ণ  মানুষের  দিকে
একটু  একটু  করে     এগিয়ে যাই।
মনুষ্যত্বের  বিকাশ  বিবর্ধনও  ঘটে যায়!

বিবেকের সঠিক জ্ঞানপূর্ণ বিশ্লেষণে
আমরা  ন্যায়-সত্য   সাম্য-অসাম্য
জানতে  বুঝতে   অনুভব করতে   পারি।
আমরা সকলে  ঈশ্বরের বরপুত্র হয়ে যাই।

ক্রমশ  আরো আরো   উত্তরণ ঘটে যায়!

No comments:

Post a Comment