তখন আমি বেহিসাবির মতো
প্রাণের তরে বিলিয়েছি প্রাণ
এখন দেখি আমার তরে কত
হৃদয়তলে লুকিয়ে আছে গান !
অজানা তো অনেক কথাই থাকে
দেয়না সবে সব কথা জানতে
শুকিয়ে যায় ধরার ধুলো থেকে
প্রজাপতি ফুলের পরাগ আনতে !
আজ আমায় হারিয়ে হৃদয় থেকে
কাঁদছে বুঝি করুণ সুরের কান্না
জীবন পথ এমনই যায় বেঁকে
স্বপ্ন দেখে সৌধগড়া যায় না !
জীবনেতে ভুলভুলাইয়ার জন্য
আমার ওর নেইকো পরিচয়
আমরা আজ নিজেকে নিয়ে ধন্য
মন চাইলে সব কিছু কি হয় ?
তখন আমি বেহিসাবির মত
প্রাণের তরে বিলিয়েছি প্রাণ
এখন দেখি আমার তরে কত
হৃদয়তলে লুকিয়ে আছে গান !
প্রাণের তরে বিলিয়েছি প্রাণ
এখন দেখি আমার তরে কত
হৃদয়তলে লুকিয়ে আছে গান !
অজানা তো অনেক কথাই থাকে
দেয়না সবে সব কথা জানতে
শুকিয়ে যায় ধরার ধুলো থেকে
প্রজাপতি ফুলের পরাগ আনতে !
আজ আমায় হারিয়ে হৃদয় থেকে
কাঁদছে বুঝি করুণ সুরের কান্না
জীবন পথ এমনই যায় বেঁকে
স্বপ্ন দেখে সৌধগড়া যায় না !
জীবনেতে ভুলভুলাইয়ার জন্য
আমার ওর নেইকো পরিচয়
আমরা আজ নিজেকে নিয়ে ধন্য
মন চাইলে সব কিছু কি হয় ?
তখন আমি বেহিসাবির মত
প্রাণের তরে বিলিয়েছি প্রাণ
এখন দেখি আমার তরে কত
হৃদয়তলে লুকিয়ে আছে গান !
No comments:
Post a Comment