Wednesday, September 7, 2016

ইচ্ছে করে

প্রথমে শুধু
তোমায় দেখে
খুশি নই


আলাপ করতে
ইচ্ছে করে

শুধু আলাপ করে
খুশি নই

 প্রেমে
খুনসুটি করতে
ইচ্ছা করে

শুধু স্বর্গীয় প্রেমে
খুশি নই

 মর্তের প্রেমে
ওলো সহচরী !


হাতধরাধরি করতে
ইচ্ছে করে

শুধু হাতধরাধরিতে
খুশি নই

 নাচতে 
ইচ্ছে করে

শুধু নাচেতে
খুশি নই

 গলা জড়িয়ে
গাইতেও
ইচ্ছে করে । 

No comments:

Post a Comment