প্রথমে শুধু
তোমায় দেখে
খুশি নই
আলাপ করতে
ইচ্ছে করে
শুধু আলাপ করে
খুশি নই
প্রেমে
খুনসুটি করতে
ইচ্ছা করে
শুধু স্বর্গীয় প্রেমে
খুশি নই
মর্তের প্রেমে
ওলো সহচরী !
হাতধরাধরি করতে
ইচ্ছে করে
শুধু হাতধরাধরিতে
খুশি নই
নাচতে
ইচ্ছে করে
শুধু নাচেতে
খুশি নই
গলা জড়িয়ে
গাইতেও
ইচ্ছে করে ।
তোমায় দেখে
খুশি নই
আলাপ করতে
ইচ্ছে করে
শুধু আলাপ করে
খুশি নই
প্রেমে
খুনসুটি করতে
ইচ্ছা করে
শুধু স্বর্গীয় প্রেমে
খুশি নই
মর্তের প্রেমে
ওলো সহচরী !
হাতধরাধরি করতে
ইচ্ছে করে
শুধু হাতধরাধরিতে
খুশি নই
নাচতে
ইচ্ছে করে
শুধু নাচেতে
খুশি নই
গলা জড়িয়ে
গাইতেও
ইচ্ছে করে ।
No comments:
Post a Comment