Saturday, September 24, 2016

কমিউনিজম

কার্ল মার্কসের কমিউনিস্ট নীতি



কার্ল মার্কসের কমিউনিস্ট নীতি
ব্যক্তিগত মালিকানার লোপ
পারিবারিক মালিকানার বিলোপ।

দেশের সম্পদ 
দশের সম্পদে
সমবন্টনে পক্ষপাতী।

কিন্তু  সেটা তো
পক্ষপাত  দুষ্ট।

বলে গণসাম্যবাদ
সমভোগ তন্ত্র !

আসলে  ওটা  গোষ্ঠীগঠনে
উপভোগ  তন্ত্র !

মানুষের  ব্যক্তিগত গুণ
পারিবারিক  গুণ
সেও  তো সম্পদ।

সে  সম্পদ
সমবন্টন  হবে কি করে ?

কখনও  কি তা  হতে পারে ?

আসলে  লড়াইটা
সমতার  নয়।

লড়াইটা
কুক্ষিগত  মুষ্টিবদ্ধ  ক্ষমতার !

বৈচিত্র   বিভিন্নতায়
অ-সম  সব কি্ছু !

দেখতে  গেলে
সমতা  হয়ই না !

সমতা   আসবে কোথা থেকে ?
সমতার  মাপকাঠি নেই !

এক ঈশ্বর ছাড়া
কেউ
' সম ' হতে পারে না !

সম মানের মান মর্যাদা
সমান সুযো্গ
সমান অর্থ

ন্যায়  ও  সত্য থেকে
বিচ্ছিন্ন হয়ে
জীবনের প্রতিটা ক্ষেত্রে

জীবনের প্রতিষ্ঠা থেকে
বঞ্চিত হয়ে

কমিউনিজম
আর  আমাকে আকৃষ্ট করে না !

ওটা  একটা  অসত্য
অন্যায্য 
নিকৃষ্ট  মতবাদ !

কমিউনিজমকে
পাতালপুরীতে
রেখে আসতে হবে

অন্যথায়
পাতালে পুঁতে দিতে হবে !

No comments:

Post a Comment