কার্ল মার্কসের কমিউনিস্ট নীতি
কার্ল মার্কসের কমিউনিস্ট নীতি
ব্যক্তিগত মালিকানার লোপ
পারিবারিক মালিকানার বিলোপ।
দেশের সম্পদ
দশের সম্পদে
সমবন্টনে পক্ষপাতী।
কিন্তু সেটা তো
পক্ষপাত দুষ্ট।
বলে গণসাম্যবাদ
সমভোগ তন্ত্র !
আসলে ওটা গোষ্ঠীগঠনে
উপভোগ তন্ত্র !
মানুষের ব্যক্তিগত গুণ
পারিবারিক গুণ
সেও তো সম্পদ।
সে সম্পদ
সমবন্টন হবে কি করে ?
কখনও কি তা হতে পারে ?
আসলে লড়াইটা
সমতার নয়।
লড়াইটা
কুক্ষিগত মুষ্টিবদ্ধ ক্ষমতার !
বৈচিত্র বিভিন্নতায়
অ-সম সব কি্ছু !
দেখতে গেলে
সমতা হয়ই না !
সমতা আসবে কোথা থেকে ?
সমতার মাপকাঠি নেই !
এক ঈশ্বর ছাড়া
কেউ
' সম ' হতে পারে না !
সম মানের মান মর্যাদা
সমান সুযো্গ
সমান অর্থ
ন্যায় ও সত্য থেকে
বিচ্ছিন্ন হয়ে
জীবনের প্রতিটা ক্ষেত্রে
জীবনের প্রতিষ্ঠা থেকে
বঞ্চিত হয়ে
কমিউনিজম
আর আমাকে আকৃষ্ট করে না !
ওটা একটা অসত্য
অন্যায্য
নিকৃষ্ট মতবাদ !
কমিউনিজমকে
পাতালপুরীতে
রেখে আসতে হবে
অন্যথায়
পাতালে পুঁতে দিতে হবে !
কার্ল মার্কসের কমিউনিস্ট নীতি
ব্যক্তিগত মালিকানার লোপ
পারিবারিক মালিকানার বিলোপ।
দেশের সম্পদ
দশের সম্পদে
সমবন্টনে পক্ষপাতী।
কিন্তু সেটা তো
পক্ষপাত দুষ্ট।
বলে গণসাম্যবাদ
সমভোগ তন্ত্র !
আসলে ওটা গোষ্ঠীগঠনে
উপভোগ তন্ত্র !
মানুষের ব্যক্তিগত গুণ
পারিবারিক গুণ
সেও তো সম্পদ।
সে সম্পদ
সমবন্টন হবে কি করে ?
কখনও কি তা হতে পারে ?
আসলে লড়াইটা
সমতার নয়।
লড়াইটা
কুক্ষিগত মুষ্টিবদ্ধ ক্ষমতার !
বৈচিত্র বিভিন্নতায়
অ-সম সব কি্ছু !
দেখতে গেলে
সমতা হয়ই না !
সমতা আসবে কোথা থেকে ?
সমতার মাপকাঠি নেই !
এক ঈশ্বর ছাড়া
কেউ
' সম ' হতে পারে না !
সম মানের মান মর্যাদা
সমান সুযো্গ
সমান অর্থ
ন্যায় ও সত্য থেকে
বিচ্ছিন্ন হয়ে
জীবনের প্রতিটা ক্ষেত্রে
জীবনের প্রতিষ্ঠা থেকে
বঞ্চিত হয়ে
কমিউনিজম
আর আমাকে আকৃষ্ট করে না !
ওটা একটা অসত্য
অন্যায্য
নিকৃষ্ট মতবাদ !
কমিউনিজমকে
পাতালপুরীতে
রেখে আসতে হবে
অন্যথায়
পাতালে পুঁতে দিতে হবে !
No comments:
Post a Comment