Tuesday, September 20, 2016

শক্তি (দুই )

শক্তি ছড়িয়ে থাকে
তবে বাঁধা থাকে
শক্তিক্ষেত্রে।

শক্তিক্ষেত্র
নিরাকার
ঈশ্বরের মতন।

আকার নেই
অবয়ব নেই
অবলম্বন নেই।

বিমূর্ত।

অথচ শক্তিক্ষেত্রের
বাস্তব অস্তিত্বে

আমরা সহনশীল।
মননশীল।
এবং শ্রদ্ধাশীল।

No comments:

Post a Comment