Tuesday, September 20, 2016

মহাপ্রলয় মহাসর্গ

যখন ব্রহ্মার বয়স
ব্রাহ্ম বয়স

ব্রাহ্ম শতবর্ষ
পার হয়

তখন আসে
মহাপ্রলয়।

এটা একটা
নিরন্তর প্রক্রিয়া।

মহাপ্রলয়ে
ব্রহ্মা
ভগবানে লীন হয়ে যান।

এই ভাবে
ব্রহ্মা থাকেন
ব্রাহ্ম শতবর্ষ।

মহাপ্রলয়ের শেষে
ব্রহ্মা
ভগবান থেকে
পুনরায়
প্রকটিত হন।

প্রকৃতিও
প্রকটিত হন।

ব্রহ্মলোকও
জেগে ওঠে।

তখন শুরু হয়ে যায়
মহাসর্গের সূচনা।

প্রাণিরা জেগে ওঠে
হৃৎস্পন্দন শুরু হয়ে যায়।

No comments:

Post a Comment