আব্যক্ত বেদনা ছিল
ওর মনে
মোর মনে ।
বিয়ের দিনটি ছিল
লগ্ন ছিল
ছিল হৈ চৈ
বিয়ে বাড়ির
ছাতনাতলায় ।
এসেছিল বর
বসেছিল কনে
রাঙা সুতোয় বাঁধা
হাতে রাখা হাত
একটু আগেই হয়েছিল
শুভদৃষ্টি ।
আমার দৃষ্টি ছিল
বলতে পারি ওর-ও ।
শুভ কি অশুভ
বলতে পারি না ।
তবে তাতে ছিল মায়া ।
দৃষ্টিতে দৃষ্টিতে
ঠোকাঠুকি হল ।
মনে মনে ।
চিন্তায় চিন্তায় ।
স্বপ্নে স্বপ্নে ।
একটু বাদেই
শাঁখ বাজল ।
মেয়েরা
উলুধ্বনি দিল ।
বরবৌ
ওঠল ঘরে ।
সঙ্গে চলল
এক দঙ্গল
বিয়েবাড়ির লোক ।
শুধু একা আমিই
দাঁড়িয়ে রইলাম
ছাতনাতলায় ।
ঔ ছিল ।
শুধু ব্যবহৃত
ছেঁড়া ফুলগুলো
এখানে ওখানে
ইতস্তত ছড়ানো ।
আমি
সেদিকেই
তাকিয়ে রইলাম ।
ওর চোখে
কান্না এসে গেল !
ওর মনে
মোর মনে ।
বিয়ের দিনটি ছিল
লগ্ন ছিল
ছিল হৈ চৈ
বিয়ে বাড়ির
ছাতনাতলায় ।
এসেছিল বর
বসেছিল কনে
রাঙা সুতোয় বাঁধা
হাতে রাখা হাত
একটু আগেই হয়েছিল
শুভদৃষ্টি ।
আমার দৃষ্টি ছিল
বলতে পারি ওর-ও ।
শুভ কি অশুভ
বলতে পারি না ।
তবে তাতে ছিল মায়া ।
দৃষ্টিতে দৃষ্টিতে
ঠোকাঠুকি হল ।
মনে মনে ।
চিন্তায় চিন্তায় ।
স্বপ্নে স্বপ্নে ।
একটু বাদেই
শাঁখ বাজল ।
মেয়েরা
উলুধ্বনি দিল ।
বরবৌ
ওঠল ঘরে ।
সঙ্গে চলল
এক দঙ্গল
বিয়েবাড়ির লোক ।
শুধু একা আমিই
দাঁড়িয়ে রইলাম
ছাতনাতলায় ।
ঔ ছিল ।
শুধু ব্যবহৃত
ছেঁড়া ফুলগুলো
এখানে ওখানে
ইতস্তত ছড়ানো ।
আমি
সেদিকেই
তাকিয়ে রইলাম ।
ওর চোখে
কান্না এসে গেল !
No comments:
Post a Comment