Wednesday, September 7, 2016

ঈপ্সা


ঈপ্সা


আমি তোমার প্রেমের প্রদীপ
বরণডালায় সাজিয়ে
তোমার মনের বিরহ অন্ধকারটা
খুঁজে দেখতে গেছি ।
দেখতে পাইনি ।
তুমি অন্ধকারে থেকে
আলোতে স্পষ্ট দেখতে পাও  ।
আমি আলোতে থেকেও
অন্ধকারে তোমার বিরহ যন্ত্রণা
দেখতে পাই না ।
যদিও জানি
আলোর পরীক্ষা চলে
অন্ধকার ঘরেই ।
অন্ধকারেই আলো উদ্ভাসিত ।
উদ্বেলিত ।
তুমি অমাবাস্যা হয়ে থেকে
আমার আগামী পূর্ণিমার
বাসর গড়ে তোল
এবং পূর্ণিমাকেও ছাপিয়েও
নিকষ অন্ধকারেও
জ্যোৎস্নাধারায়
প্লাবিত  কোরো !

No comments:

Post a Comment