Thursday, September 1, 2016

হারানো

আমি তো
সীমা
আর
অসীমের
দ্বৈত
লীলায়
মগ্ন

তোমাকে
সীমায়
সীমাবদ্ধভাবে
পাই

স্পর্শ
করি

হাত
বুলাই

অসীমে
মন
থাকে

সসীমে
শরীর

তোমাকে
অসীমে
বারে বারে
হারাই

তবু
খুঁজে মরি
ঘুরে মরি

তাও

কেবলই
হারাই

শুধুই
হারাই....

আসলে

হারানোর
বাইরে
কোন
পাওয়া নাই !

No comments:

Post a Comment