অন্তর জগতের কথা
বাহির জগতে
প্রকাশ করতে নেই
অন্তরের কথা
অন্তরেই
ঢাকা থাক
দেব দ্বিজে
গুরুপদে
ভক্তি
থাক
কিংবা
নাই থাক
নিজেকে
দেবতা ভেবে
ফুল চন্দনে
পূজা
সেরে ফেলি
মনের আনন্দে
থাকি
অন্যকে
না হোক
নিজেকে
দিই নাই
ফাঁকি
আমিই
দেবতা
আমিই
ঈশ্বর
দেখা যাক
আমার ভবিষ্যৎ
বাহির জগতে
প্রকাশ করতে নেই
অন্তরের কথা
অন্তরেই
ঢাকা থাক
দেব দ্বিজে
গুরুপদে
ভক্তি
থাক
কিংবা
নাই থাক
নিজেকে
দেবতা ভেবে
ফুল চন্দনে
পূজা
সেরে ফেলি
মনের আনন্দে
থাকি
অন্যকে
না হোক
নিজেকে
দিই নাই
ফাঁকি
আমিই
দেবতা
আমিই
ঈশ্বর
দেখা যাক
আমার ভবিষ্যৎ
No comments:
Post a Comment