Thursday, September 22, 2016

ভ্রু

দুই চোখের ওপরে   কপালের নিচে
দুটি  ধনুকাকৃতি খিলান  
তুলনামূলক ভাবে পুরু চামড়ায় ঢাকা
যাতে ছোট ছোট রোম গজায়
লোম এলোমেলো ভাবে সন্নিবিষ্ট থাকে।
ভ্রুর চুল বাঁকা লোমের গুচ্ছ।
লোমের শেষ প্রান্ত    তলার পেশিতে গ্রথিত।
ভ্রু চোখদুটিকে বেশি আলো থেকে রক্ষা করে।
ক্রোধ  বিস্ময়  সংশয়  বিরক্তি   প্রকাশ করতে
আমরা ভ্রু অল্পস্বল্প  সঞ্চলন করতে পারি।
ভ্রু কোঁচকাতে পারি    ভ্রু বাঁকাতে পারি।
আবার ভ্রুক্ষেপে দৃষ্টিপাতও করতে পারি
কোন বিষয়ে গুরুত্ব দিতে পারি
কোন বিষয় গ্রাহ্য করতে পারি
আবার অবজ্ঞাও করতে পারি।
ভ্রুর সহায়তায় ভ্রুসংকেত দেওয়া যায়।
ভ্রু কুঁচকিয়ে গোপন ইশারা দেওয়া হয়।
মনোরম ভ্রুভঙ্গি   আর্টের ব্যাপার
তাকে  ভ্রুবিলাস   ভ্রুবিভ্রম  বলে
আর্টিস্টদের সে ব্যাপারে সিদ্ধ হতে হয়।
দুই ভ্রুর মধ্যে জায়গা থাকে
সেখানে ছোট মাপের টিপ পরা যায়।
আবার জোড়া ভ্রুও থাকে।
ভ্রুরেখাদ্বয়ের মিলন রেখা   রেখাসন্ধি।
দুই ভ্রুর মধ্যে দৃষ্টি স্থাপন করাকে বলে ঊর্ধ্বনেত্র।
সুন্দর দুটি ভ্রু   অনেকের লতার মত ছোট    বাঁকানো
একে কাব্যে ভ্রুলতা বলে।
ভুরু   ভ্রুর কথ্য রূপ
' ভ্রূ ' বনানেও ভ্রুর প্রকাশ।
বিকৃত ভ্রুভঙ্গি    ভ্রুকুটিকুটিল।
ভ্রু প্লাক করলে  ভ্রুদুটি সুন্দর দেখায়
তাতে মেয়েদের মুখমণ্ডলের সৌন্দর্য বাড়ে
লোভনীয় ভাবে তা আকর্ষণীয় হয়ে ওঠে।
ভ্রু সংকোচ দ্বারা ভীতি প্রদর্শন
একে ভিরকুটি বা ভৃকুটি বলে।
বাঙালি হার্মাদরা এটা প্রায়শ করে থাকে।
ভ্রুর সাহায্যে  সোন্দর্যসৃষ্টির উদ্দেশে
কৃত্রিম ভঙ্গিও  করা যায়।

No comments:

Post a Comment