Friday, September 23, 2016

সরস্বতী নদী

সরস্বতী
প্রাচীন পবিত্র নদী।
ঋগ্বেদে
সরস্বতীর
উল্লেখন।
সেটা উল্লেখযোগ্য
কথন!

পূর্বে যমুনা
পশ্চিমে
সুতলেজ-এর
মধ্যবর্তী ভূভাগে
আগেকার সেই  ব্রহ্মাবর্তে
এক কালে ছিল
সরস্বতীর ঠাঁই।

সরস্বতী ছিল
বেদধ্বনি মুখরিত
সৌন্দর্যময়ী
বিরাট  তটশালিনী  নদী।

মরুভূমির বালুকায়
ক্ষয়িষ্ণু হয়ে

এক সময়ের সরস্বতী
নিজেকে হারিয়ে ফেলেছে
সেই বালুকাবেলায়!

শাস্ত্রশ্রুতিতে
সরস্বতীর অন্তঃসলিলা
ফল্গুধারা
ইলাহাবাদের কাছে
ত্রিবেণী সংগমে
গঙ্গাযমুনার জলতলে এসে
মিশেছে।

এই ত্রিবেণী
গঙ্গা যমুনা সরস্বতী
এই তিন নদীর
সংযোগস্থল

অথবা
সরস্বতীর বেদনাদা্যক বিহনে
বিয়োগস্থল! 

No comments:

Post a Comment