হৃদয়হীন সন্ধ্যাবেলায় হৃদয়হীন আবছা রাতে
হৃদয়হীন প্রেমের সাথে মনটা যখন খেলায় মাতে
তখন তোমার মধুর স্মৃতি স্মৃতির পাতায় হারিয়ে দোলে
অশ্রুকণা লুটিয়ে আছে অজপাড়াগাঁয় স্বামির কোলে !
অশ্রুকণা চোখের জলে তখন যেদিন বিদায় নিল
আমার বুকে নিমেষ থেকে ওষ্ঠ সাথে ওষ্ঠ দিল
' উপায়হীন এ অভাগী !' ' সমাজ শাসন মানতে হবে --'
বুকের রোমে গালের ছোঁয়া 'এই বিধাতা নিঠুর তবে ! '
অশ্রুকণা হারিয়ে গেছে কণা যে সে মিলিয়ে যাবেই
বিয়ের পরে বাসর ছোঁয়ায় অশ্রুকণা মিলন দেবেই !
স্মৃতিরভারে পাগল আমি উঠতে বসতে ভাবছি খালি
অশ্রু আমার পড়ছে ঝরে চোখের কোণে প্রেমের বালি !
হৃদয়হীন প্রেমের সাথে মনটা যখন খেলায় মাতে
তখন তোমার মধুর স্মৃতি স্মৃতির পাতায় হারিয়ে দোলে
অশ্রুকণা লুটিয়ে আছে অজপাড়াগাঁয় স্বামির কোলে !
অশ্রুকণা চোখের জলে তখন যেদিন বিদায় নিল
আমার বুকে নিমেষ থেকে ওষ্ঠ সাথে ওষ্ঠ দিল
' উপায়হীন এ অভাগী !' ' সমাজ শাসন মানতে হবে --'
বুকের রোমে গালের ছোঁয়া 'এই বিধাতা নিঠুর তবে ! '
অশ্রুকণা হারিয়ে গেছে কণা যে সে মিলিয়ে যাবেই
বিয়ের পরে বাসর ছোঁয়ায় অশ্রুকণা মিলন দেবেই !
স্মৃতিরভারে পাগল আমি উঠতে বসতে ভাবছি খালি
অশ্রু আমার পড়ছে ঝরে চোখের কোণে প্রেমের বালি !
No comments:
Post a Comment