Friday, September 9, 2016

ছড়া ( চল্লিশ )

চৈত্র শেষে নতুন বেশে
            নতুন বছর দ্বারে
আমের শাখা নুইয়ে গেছে
            কাঁচা আমের ভারে !

হাওয়ায় দোলে হালকা লতা
            কোকিল ডাকে গাছে
' বৌ কথা কও '  পালিয়ে বেড়ায়
            দেখতে পাবে পাছে !

চৈত্র শেষের ঘূর্ণি হাওয়া
           রৌদ্রে তেতে লাল
শুকিয়ে যায় পানা পুকুর
           ঠাকুরপাড়ার খাল !

রোদের তেজে আবির হল
          দিদির কচি মুখ
চৈত্র শেষে নতুন বছর
         আসতে উৎসুক !

No comments:

Post a Comment