শীত যে এলো
শীত এলো যে ভাই
উত্তুরে ঐ ঠাণ্ডা হাওয়ায়
আভাস তারি পাই ।
শীতকে ভীষণ এড়িয়ে চলি
শীতের ভয়ে আমি
ঠাণ্ডা ঐ পুকুর জলে
আর কি ভুলে নামি ?
বাড়িতেই স্নান সেরে নিই
ঈষদুষ্ণ জলে
বন্ধুরা তাই সবাই আমায়
শীত কাতুরে বলে !
রাত্রিবেলা ঝরে শিশির
গাছে বাড়ির ছাতে
কুয়াশা আর ধোঁয়া মিলে
দুষ্টুমিতে মাতে ।
সূর্য কিন্তু বেজায় ভালো
সোনার কিরণ তার
রোদের পিঠে পিঠ ঠেকাতে
আমার আব্দার !
শীত এলো যে ভাই
উত্তুরে ঐ ঠাণ্ডা হাওয়ায়
আভাস তারি পাই ।
শীতকে ভীষণ এড়িয়ে চলি
শীতের ভয়ে আমি
ঠাণ্ডা ঐ পুকুর জলে
আর কি ভুলে নামি ?
বাড়িতেই স্নান সেরে নিই
ঈষদুষ্ণ জলে
বন্ধুরা তাই সবাই আমায়
শীত কাতুরে বলে !
রাত্রিবেলা ঝরে শিশির
গাছে বাড়ির ছাতে
কুয়াশা আর ধোঁয়া মিলে
দুষ্টুমিতে মাতে ।
সূর্য কিন্তু বেজায় ভালো
সোনার কিরণ তার
রোদের পিঠে পিঠ ঠেকাতে
আমার আব্দার !
No comments:
Post a Comment