সুখ মানুষের কাম্য
দুঃখের পরিহারও
তার অভিলাষ।
মানুষের প্রেয়
ঐহিক সুখসমৃদ্ধির মধ্যে
ইন্দ্রিয় সুখও
এসে পড়ে!
অনিত্য সুখ
কর্মের দ্বারা
লাভ করা যায়।
উৎপাদ্য সুখ
উৎপন্ন করা যায়!
নিত্য সুখ
উৎপন্ন করা যায় না!
পারত্রিক কল্যাণ
পরলোক সংক্রান্ত
কল্যাণ!
তবে সেটা
কল্যাণ
না অকল্যাণ
সেটা আপনিরাই
ঠিক করুন!
সুখ যদি
স্বর্গসুখে থাকে
স্বর্গসুখ
যদি আসে
তবে তা
পরলোকের পরে
পরপারে!
দুঃখের পরিহারও
তার অভিলাষ।
মানুষের প্রেয়
ঐহিক সুখসমৃদ্ধির মধ্যে
ইন্দ্রিয় সুখও
এসে পড়ে!
অনিত্য সুখ
কর্মের দ্বারা
লাভ করা যায়।
উৎপাদ্য সুখ
উৎপন্ন করা যায়!
নিত্য সুখ
উৎপন্ন করা যায় না!
পারত্রিক কল্যাণ
পরলোক সংক্রান্ত
কল্যাণ!
তবে সেটা
কল্যাণ
না অকল্যাণ
সেটা আপনিরাই
ঠিক করুন!
সুখ যদি
স্বর্গসুখে থাকে
স্বর্গসুখ
যদি আসে
তবে তা
পরলোকের পরে
পরপারে!
No comments:
Post a Comment