Monday, September 12, 2016

এবারের বনভোজন

শীত এসেছে     তাই লেগেছে   বনভোজনের    নেশা
বাংলাদেশের    ছেলে মোরা     আমোদ করাই  পেশা ।
সবাই  মিলে     একসা  হয়ে      দিন করেছি  ঠিক 
বনভোজনের আমোদ এবার   করবো গাঁয়ের দিক !


শহর ছেড়ে নামবো গিয়ে   বাংলা মায়ের কোলে 
মোদের মনের কল্পনাটা       যেথায় গিয়ে দোলে !



বাসন-কোসন যা লাগে সব    নেব মোদের সাথে 
উঠবো গিয়ে    অচিনপুরের    অজানা সেই মাঠে।
মাঠের পাশেই আছে এক     বিরাটকায় ঝিল
তার স্বচ্ছ জলে   রোদের ছোঁয়ায়   মাছ করে কিলবিল । 
সবাই মিলে    কাটবো সাঁতার   মজা হবে খুব
আয়েশ করে   আরাম করে   দেব শতেক ডুব।  


মাঠের শেষে আছে এক    ছোট্ট  সবুজ বন
সেথায়  লুকোচুরি  কানামাছিতে মাতব কিছুক্ষণ ।
গাছের ডালে  দোলনা বেঁধে   খাব দেদার দোল
কোরাস গেয়ে   বলবো সবে   ' ভয় ভাবনা ভোল। ' 


এখনো তো হয়নি বলা       আসল কথাটাই
খাওয়া-দাওয়ার মাঝেও হবে   কি-না মজাটাই !!


ফেরার সময়  ধরব  গান    কণ্ঠ যে যার ছেড়ে
গাঁয়ে  থাকার   গন্ধসুখ    আনবো মোরা  কেড়ে !
 

No comments:

Post a Comment