দুর্গা-মাই কী জয়
সিংহমশাই গেছেন ক্ষেপে
কমিউনিস্ট আদর্শে,
' দুর্গা কেন পিঠের ওপর
থাকবে ফি বর্ষে ! '
' জন্তু বলে
আমার কি আর
নেইকো পিঠে
ব্যথা '
' চুপ করে আর
থাকবো নাকো
ভাঙবো নীরবতা ! '
অসুর তখন
আঁতকে ওঠে,
' সিংহ তুমি ঠিক,
তোমার কথাই
বলছ শুধু
দেখেছ মোর দিক ? '
' আমার বুকে ত্রিশূল হানে
এমন অনাচার ! '
' চলবে নাকো ' ' চলবে নাকো '
' এহেন বিচার !'
লক্ষ্মী এবার বললো উঠে,
' আমার কথাও শোনো
ঘরে ঘরে আমার পূজা
দিচ্ছ তো এখনো ? '
' দেবীত্বটা ছাড়তে হল
পুনরবিন্যাস প্ল্যানে
এখনও তবু
বাজার দরে
আমায় কেন
টানে ?'
সরস্বতী বললো এবার,
' শোনো আমার বাণী,
আমার কথায় প্রসন্ন কেউ
হবে না তা জানি ! '
' বিদ্যাদেবী ছিলাম আমি
এত বছর ধরে
নতুন প্ল্যান
পাঠাল মোরে
টুকলি দেবী করে ! '
' আমার পূজা করলে পরে
ফেল হবে না ভাই
হাজার হোক
দেবীত্বটা
আটকে রাখতে চাই ! '
গণেশঠাকুর বললো এবার
পৈতেটা তাঁর ধরে,
' সঙ্গে আমি রাখবো না আর
বাহন ইঁদুরে ।
দারুণ প্লেগে ভুগছি জেনো
ইঁদুর বাহন তার
এবার ওকে তাড়াবোই ঠিক
নোংরা নচ্ছার !'
কার্তিক বাবু বসেছিলেন
ময়ূর সিংহাসনে
বক্তব্যটা তারও ছিল
অনেক দিনই মনে !
' দেখ আমি বেজায় বাবু
আপ-টু-ডেট ও বটে
কিন্তু আমার নামটা কেন
এমন বিদঘুটে !'
এসব শুনে দুর্গাঠাকুর
খুললো এবার মুখ
বক্তব্যটা শুনতে তাঁর
সবাই উৎসুক !
' স্বর্গে গিয়ে বলবো আমি
অধিবেশন ডেকে
তখন যার যা অভিযোগ
পেশ কোরো ইন্দ্রকে ।'
' ইন্দ্র যদি সদয় হোন
আইন যদি বলে
সবার কথাই শোনা হবে
পার্লামেন্ট হলে । '
'এবার আছে আমার এক
ছোট্ট অনুরোধ
আশা করি সবারই আছে
বিবেচনা বোধ
সবাই অনুগত থেকে
পূজোটা মিটতে দাও
পূজো লন্ডভন্ড হোক
তোমরা কি তা চাও ? '
সিংহমশাই গেছেন ক্ষেপে
কমিউনিস্ট আদর্শে,
' দুর্গা কেন পিঠের ওপর
থাকবে ফি বর্ষে ! '
' জন্তু বলে
আমার কি আর
নেইকো পিঠে
ব্যথা '
' চুপ করে আর
থাকবো নাকো
ভাঙবো নীরবতা ! '
অসুর তখন
আঁতকে ওঠে,
' সিংহ তুমি ঠিক,
তোমার কথাই
বলছ শুধু
দেখেছ মোর দিক ? '
' আমার বুকে ত্রিশূল হানে
এমন অনাচার ! '
' চলবে নাকো ' ' চলবে নাকো '
' এহেন বিচার !'
লক্ষ্মী এবার বললো উঠে,
' আমার কথাও শোনো
ঘরে ঘরে আমার পূজা
দিচ্ছ তো এখনো ? '
' দেবীত্বটা ছাড়তে হল
পুনরবিন্যাস প্ল্যানে
এখনও তবু
বাজার দরে
আমায় কেন
টানে ?'
সরস্বতী বললো এবার,
' শোনো আমার বাণী,
আমার কথায় প্রসন্ন কেউ
হবে না তা জানি ! '
' বিদ্যাদেবী ছিলাম আমি
এত বছর ধরে
নতুন প্ল্যান
পাঠাল মোরে
টুকলি দেবী করে ! '
' আমার পূজা করলে পরে
ফেল হবে না ভাই
হাজার হোক
দেবীত্বটা
আটকে রাখতে চাই ! '
গণেশঠাকুর বললো এবার
পৈতেটা তাঁর ধরে,
' সঙ্গে আমি রাখবো না আর
বাহন ইঁদুরে ।
দারুণ প্লেগে ভুগছি জেনো
ইঁদুর বাহন তার
এবার ওকে তাড়াবোই ঠিক
নোংরা নচ্ছার !'
কার্তিক বাবু বসেছিলেন
ময়ূর সিংহাসনে
বক্তব্যটা তারও ছিল
অনেক দিনই মনে !
' দেখ আমি বেজায় বাবু
আপ-টু-ডেট ও বটে
কিন্তু আমার নামটা কেন
এমন বিদঘুটে !'
এসব শুনে দুর্গাঠাকুর
খুললো এবার মুখ
বক্তব্যটা শুনতে তাঁর
সবাই উৎসুক !
' স্বর্গে গিয়ে বলবো আমি
অধিবেশন ডেকে
তখন যার যা অভিযোগ
পেশ কোরো ইন্দ্রকে ।'
' ইন্দ্র যদি সদয় হোন
আইন যদি বলে
সবার কথাই শোনা হবে
পার্লামেন্ট হলে । '
'এবার আছে আমার এক
ছোট্ট অনুরোধ
আশা করি সবারই আছে
বিবেচনা বোধ
সবাই অনুগত থেকে
পূজোটা মিটতে দাও
পূজো লন্ডভন্ড হোক
তোমরা কি তা চাও ? '
No comments:
Post a Comment