Thursday, November 10, 2016

অনন্যা

অনন্যা



তুমি
অনন্যা !

তুমি অভিন্না
তুমি অদ্বিতীয়া
তুমি একাকিনী
তুমি নিঃসঙ্গা।

আমি
অনন্য।
আমি তোমার
 থেকে
অভিন্ন।
তোমার কাছে
আমি
অদ্বিতীয়।
আমি 
জীবন এবং
প্রেমের একক।

এখন মনে হয়
এবার মিলবে
তোমার সঙ্গ।
আর আমি
রইব না
আমি রইব না
নিঃসঙ্গ !

No comments:

Post a Comment