অনন্যা
তুমি
অনন্যা !
তুমি অভিন্না
তুমি অদ্বিতীয়া
তুমি একাকিনী
তুমি নিঃসঙ্গা।
আমি
অনন্য।
আমি তোমার
থেকে
অভিন্ন।
তোমার কাছে
আমি
অদ্বিতীয়।
আমি
জীবন এবং
প্রেমের একক।
এখন মনে হয়
এবার মিলবে
তোমার সঙ্গ।
আর আমি
রইব না
আমি রইব না
আমি রইব না
নিঃসঙ্গ !
No comments:
Post a Comment