পঙ্গু
জঙ্ঘা
ঊরু
এবং শিরদাঁড়ার নিম্নভাগের
বৈকল্যে
চলনে অক্ষম !
আধুনিক কালে
নাকি
তার চিকিৎসা
মোক্ষম !
কিছু উপকার হয়
নিশ্চয়।
তবে আগের মতন
স্বাভাবিক স্বচ্ছন্দ
কিছুতেই নয় !
সমস্যা জটিলতা
অনেক অনেক
হয়।
অনেক ভুগতে হয় !
বারবার
ডাক্তারের কাছে
যাও।
এটা করো
ওটা করো
সেটা করো।
মাথার জটায়
বাঁধো
গেরো !
গাদাগাদা
পয়সা
খরচ করো !
শরীরের
ভোগান্তি।
মনে
থাকে না
শান্তি !
No comments:
Post a Comment