Sunday, November 6, 2016

স্বামী-স্ত্রী

স্বামী-স্ত্রী


আমার স্ত্রী
তাঁর দুই বাহুডোরে
আমার বুক পিঠ
হাতের কনুই-এর উপর অংশ দুটো
আষ্টেপৃষ্টে
বেঁধে ফেললো।

আমাকে বললো
'দেখ !
কেমন করে
বেঁধে রেখেছি !'
 
আমি হাসতে হাসতে
বললাম
'এ আর এমন কি !
আমি এখুনি
ছাড়িয়ে নিচ্ছি !'
 
স্ত্রী বললো
'ইঃ এত ক্ষমতা !
ছাড়াও তো দেখি !'
'আমি যদি 
ছেড়ে না
 দিই
তুমি কিছুতেই
ছাড়াতে
পারবে না !'
 
'আচ্ছা বাবা ! 
যা করলে
তুমি ছাড়বে
আমি 
তাই করছি !'

No comments:

Post a Comment