Sunday, November 6, 2016

আমি ( পাঁচ )

আমি


আমি
আমার চিত্তকে
চিৎসমুদ্র
দেখাব।

ভাবগুলিকে
ভাবিনীমূর্তি
দেখাব।

মন কে
জগজ্জননী
দেখাব।

আর
আমি নিজে
সুগন্ধী আতপচাল
পাকা সবরিকলা
আর চিনির
দলা বানিয়ে
চিবিয়ে চিবিয়ে
মহা  আনন্দে
খাব।
ধেই ধেই করে
নাচব !

No comments:

Post a Comment