Wednesday, November 9, 2016

কলা ( এক )

কলা


কলা
রম্ভা।
সংস্কৃতে 
কদলক।
হিন্দিতে
কেলা।
সেই হিন্দি
সিনেমার
গানটা
মনে আছে?
'কেলা আনে আনে'।
এক এক আনায়
এক একটা কলা।
সেটা বড় কলা।
আবার
'কেলা আনা মে চার'।
সেটা ছোট ছোট
কলা।
এক আনায়
চারটি।
এখানে কিন্তু
কলা আনার কথা
বলা
হচ্ছে না।
কলার দাম
বলা হচ্ছে !

No comments:

Post a Comment