লম্বা
আমি বিশেষ
লম্বা ছিলাম।
বুড়ো বয়সে
লম্বায় একটু
কমেছি।
একটু
খাটো হয়েছি।
তবে এখনো
লম্বাই আছি।
লম্বা হওয়াটাই ছিল
আমার মতো
নির্গুণের
সবিশেষ গুণ !
কিন্তু লম্বা হওয়ার
দৌলতে
কতবার পেয়েছি
কপালে মাথায়
দরজার ওপরের চৌকাঠের
আঘাত।
কতবার
কপাল হয়েছে
লাল।
কতবার ফাটায়েছি
কপাল !
কতবার
উঠে গেছে
মাথার ছাল।
হয়েছে
মাথায় টেবো।
কখনও হয়েছে রক্তারক্তি।
সব কথা সত্যি !
No comments:
Post a Comment