নারী
নারীধর্মের প্রকাশ
তার স্তনমাধুরীতে।
ঘুঘু পাখির মতো
শিল্পনৈপুণ্যে ভরা শরীর।
চোখের পলক পড়লে
লজ্জাহীনভাবে দেখি।
নির্নিমিখে লজ্জাপাই !
তোমার বক্ষঃস্থল
আমার স্বর্গালোক
তোমার হৃদয়
আমার ঘুম পাড়ানিয়া বাঁশি।
আকর্ষণের মধ্যমণি
সাগরের গভীরতা সমৃদ্ধ
তোমার ভেজা ভেজা চোখ দুটো।
ঠোঁটে কমলালেবুর কোয়ার
স্থাপত্য সৌন্দর্যের লালিমা।
নাভিসমুদ্রে হাবুডুবু খাই।
চাওয়া পাওয়ার দ্বন্দ্বে
মন কেবলই দোদুল্যমান।
নারী ! তুমি আমার অহংকার !
No comments:
Post a Comment