Monday, November 7, 2016

গঙ্গায় শান্তুনু রাজার ঘ্রাণ

গঙ্গায় শান্তুনু রাজার ঘ্রাণ


অনুক্ষণ
বীপ্সার্থে
অব্যয়ীভাব।
প্রতিক্ষণ
সতত সর্বদা।
তুমি
যে হও সে হও !
যদি হও
গঙ্গা কিংবা নর্মদা।
আমি
করব অবগাহন স্নান।
নর্মদা সদাই নির্মল।
গঙ্গায় পাই
শান্তনু রাজার
ঘ্রাণ !

No comments:

Post a Comment