Wednesday, November 9, 2016

ধর্মের ষাঁড়

ধর্মের ষাঁড়


ধর্মের ষাঁড়
বৃষ‌ উৎসর্গ শ্রাদ্ধে
ধর্ম উপলক্ষে
উৎসৃষ্ট ষাঁড়।

ওটা সৎ এবং
শুভ উদ্দেশে
অর্পণ।

যাঁড় দিয়েও হয়
শ্রাদ্ধের তর্পণ !

ধর্মের ষাঁড়
পলিগামিতায়
ভরা
গাভিদের যৌননিগ্রহে
নাম
ভুবন জোড়া !

No comments:

Post a Comment