মন উদাসী
মন মনুয়া
পাখি
মনেই থাকে
মনেই করে
ডাকাডাকি !
আমার মন
উদাসী রয়।
ফের উদাস হয় !
বৌ-কথা-কও ও
পালিয়ে বেড়ায়
আমার দুঃখ
নাহি সয় !
আমার উদাস মনে
পাগল করা
উদাসী হাওয়া
মন গলিয়ে
দেয় !
ওরে
মন গলিয়ে দেয় !
No comments:
Post a Comment