Monday, November 7, 2016

তামাম বিশ্ব চ্যাঁচাবে

তামাম বিশ্ব চ্যাঁচাবে


ভারতবর্ষে লক্ষ লক্ষ
কোটি কোটি
অর্বুদ অর্বুদ
ইনফিনিটি ইনফিনিটি
আত্মারা
ঘুরছে !
তাঁরা
পঁরমাত্মার সঙ্গে
দেখা করতে
চাইছে !
পঁরমাত্মাকে বলবে
অনেক অনেক
'ব্রহ্মা'
সৃষ্টি করত হবে !
তাতে
মনুষ্যজাতির
ভারতীয়  জাতীয়লোকসংখ্যা
বহুগুণ বাড়বে।
ভবিষ্যতে
তাঁরা সকলেই
ভোটাধিকার
পাবে !
তাতে
বিশ্বের লোকজনকে
তাঁরা
একঘরে করে দেবে !
কাজটা করতে হবে
নীরবে।
তা নাহলে
তামাম বিশ্ব
চ্যাঁচাবে !।

No comments:

Post a Comment