Wednesday, November 9, 2016

বংশ

বংশ


বংশ।
ওটি অঙ্কুর।
সন্তান
উৎপাদন করে !
 
 
বংশ
পুত্র
পৌত্রাদি
পরম্পরা !
 
 
বংশ পরম্পরায় 
এখনো
কন্যাদের
স্থান নেই !
কন্যাদের
স্থান দেওয়া হয় না!
কন্যারা
যেন মাচান !
বিয়ে হয়ে
অন্য পরিবারে গিয়ে
সেই পরিবারের
পুত্র ফল দেবে !
পুত্র ফল 
মাচানে ঝুলবে !
কন্যা ফল 
যেন ঝরা শেফালি !
গন্ধ দেবে
সৌন্দর্ষ দেবে
কিন্তু
 বংশ পরম্পরার
ঐতিহ্য
কন্যাদের
দেওয়া হবে না !
কন্যারা
অন্য বংশের
সন্তান উৎপাদনের
ক্ষেত্রতে
পরিণত হয় !
তবে কন্যারা
পারিবারিক পরিচয়
পায় !

বংশ এখনো
পুরুষ পরম্পরা !
 
সে কারণে
বংশানুচরিত
বংশের
পরুষানুক্রমিক
ইতিহাস !
 
বংশ বলতে
নির্দিষ্ট বংশের
পূর্বপুরুষদের  এবং 
বর্তমান  পুরুষদের
বোঝায়।
ভাবীকালের উত্তর পুরুষেরা
ঐ বংশেরই
অন্তর্ভুক্ত হবে।
 
কন্যাদের মাধ্যমেও
বংশ পরম্পরার ধারার
প্রচলন
করতে হবে।
তা হলে
আমরা কন্যাদেরও
পুরুষদের সমমর্যাদায়
তুলে আনতে পারব !
 
সেটা হবে
যথার্থ বিপ্লব।
সমাজঅনুভূতির
আমূল ও
অতিদ্রুত পরিবর্তন !



No comments:

Post a Comment