অশোকফুল প্রেমের প্রতীক ?
না বিরহের ?
অশোক বনে সীতার কথা ভাবুন !
অশোক গাছ ভারত সহ রাবণের লঙ্কার স্থানীয় গাছ। মূলত ফুলের জন্যই গাছটি বিখ্যাত। কারণ, হিন্দু সধবা মহিলারা, অশোকষষ্ঠীর ব্রতপালনের দিনে, অশোকফুলেরকলি প্রসাদীহিসাবে গ্রহণ করেন। বৈশিষ্ট্যের দিক থেকে এই ফুল কিছুটা আলাদা, কমসংখ্যক উদ্ভিদ প্রজাতির মতো, কাণ্ড থেকে এবং ডালপালাজুড়ে, অশোক ফুল ফোটে !
No comments:
Post a Comment