Tuesday, September 29, 2015

ইলেকট্রন প্রোটন নিউট্রন

পরমাণুতে
চঞ্চল ইলেকট্রন ঘূর্ণায়মান।


তুলনায় প্রোটনের
অচঞ্চল অবস্থান।


নিউট্রন বসে শুধু
করে যায় ধ্যান।

প্রোটনের চারধারে
ইলেকট্রনের ঘূর্ণন।


সে কি তবে
প্রেমানন্দে
ইলেকট্রন-প্রোটনের
আবেশ বন্ধন?

উভয়ের
নন্দিত স্পন্দন !

ইলেকট্রন ঘুরে মরে
প্রোটনকে পায় নাকো ছুঁতে

তবু ইলেকট্রন ঘুরে চলে
প্রোটনের প্রেমের মোহিতে !

No comments:

Post a Comment