Saturday, October 3, 2015

রঙিন গোলাপ

গ্রীষ্মের ক্লান্তিমাখা দিনগুলো কেটে গেল
ফুরিয়ে গেল চামড়া-ঝলসানো রোদ
গা জ্বালাধরা ঘাম
খাটে শুয়ে গরমেতে উ-হু  উ-হু
ছারপোকার কামড়
বারবার স্প্রে-করা অবসন্ন হাত !

এখন তো বর্ষা এসেছে
জলধারা বুঝি ঝরবে
তোমার ঐ কান্নাঠাসা চোখ থেকে !

ভিজিয়ে দেবে বুক
গরম নোনতা জলে।
দুঃখ কি দুঃখই থাকবে ?
নাকি পরিবর্তনও আসতে পারে !

এইতো দেখনা সেলস্-এর চাকরিটা
                   আন্দোলনে বহাল।
পীড়নের প্রপেলারে বিক্ষিপ্ত জীবন
                                   তবু....
 ঘরটা সাজাব
 আসছে মাসে ডিসটেম্পার হয়ে যাবে।

কিছু কিছু আসবাবপত্রের কেনাকাটা
                                    রঙিন পর্দা
সে তো তোমার মনোমত চাই
                   রুপোলি জরির ?

সবই  তো সাজাব
যদি সাজে মন
তার সাথে সাজি যদি
তুমি আর আমি
ছাঁদনাতলায়

 নয়নে নয়ন তো মেলিছি আগেই
ওঁরা যদি মত দেন
ভুলে যান শোক !

নাকি
আঁধার
 আঁধার রবে ?
ঝরে যাবে জল ?

 প্রতীক্ষায় রব শুধু
তুমি আর আমি ?

 অত্যাচার মেনে নেব ?
 সমাজ শাসন ?

বাগানে ফুটেছে কি দেখ
রঙিন গোলাপ !

No comments:

Post a Comment