Saturday, October 3, 2015

লালিপপ

যার যা আছে ,বা যার যা নেই
তাই দিয়ে জীবন-ভিত্তিক শিল্প রচনা করে।

চোখ নেই, অন্ধ বালিকা
গান গেয়ে জোটায় পেটের ভাত।

যৌনকর্মী শারীরিক অঙ্গ কাজে লাগায়।

শিল্পে নিয়োজিত নারী-পুরুষ
শিল্পী বলে গণ্য নয়।
ওরা শ্রমিক।
কোথাও বা দিন-মজুর।

শিল্পকর্মের বেড়াজাল
বুদ্ধিমত্তার মায়াজাল
সমাজে বেড়ে ওঠে।
ওরা শিল্পী।কলাকুশলী।বুদ্ধিজীবি।এবং।
এবং।এবং,, এবং-এরা।

 ওরা আলাদা হয়।

রুজি-রোজগারের সাথে সাথে
সম্মান ছিনিয়ে নেয়।

অবহেলিত জনগণ লালিপপ চোষে !

No comments:

Post a Comment