Monday, April 18, 2016

ভ্যাল্যানটাইন ডে

তোমায় দর্শনের লিপ্সা
তীব্র হয়ে উঠেছিল।
ছুটে গেলাম।
তুমি মনের দুয়ার খুলে
আমায় আহ্বান জানালে।

তোমার সৌহার্দ
 স্মিতহাস্য
পবিত্র কটাক্ষপাত
আমাকে আলিঙ্গনদানে
উদ্বুদ্ধ করলো।

কুমকুম রঙে রাঙানো তোমার 
নরম বক্ষজোড়ার স্পর্শ
আমায় আনন্দ অনুভূতি দিল।
আমি কৃতজ্ঞতায় আপ্লুত হলাম।

নয়ন সজল হয়ে উঠলো।
হৃৎস্পন্দন বাড়লো।
কথা জড়িয়ে গেল।
দেহে উত্তাপ সৃষ্টি হল। 

তোমার মুখ নিঃসৃত বাতাসে
মুখের সুগন্ধ পেলাম।
লালায় লালাময় হয়ে উঠল।
তোমার লালিত্য বাড়লো।

আমার আরো সাহসী
এবং শৌর্যপূর্ণ পদক্ষেপে
তোমার সম্মতি ছিল।

তুমি আমায় কাছে টানলে
আমি তোমার হয়ে গেলাম !



No comments:

Post a Comment