জানিনে জীবনে কেন এত ব্যথা, এত আকুলতা
এত কেন দীর্ঘশ্বাস;
একটু রূপ, একটু প্রেম, একটু নতুন আবেগে
গভীর বিশ্বাস।
যৌবনে সাজান দেহ, দেহের কান্তি দেখে
হৃদয় উন্মেষে--
ছুটে যাই, ছুটে যাই, ব্যাকুল হিয়ায়
প্রেমিকের এই দীনবেশে !
কোথা পাই প্রাণভরা ভালোবাসা, কোথা আলো
কোথা আন্ধকার;
জীবনে চলার পথে-- আশা আর দুরাশার সুর
নাহি খেদ তার।।
এত কেন দীর্ঘশ্বাস;
একটু রূপ, একটু প্রেম, একটু নতুন আবেগে
গভীর বিশ্বাস।
যৌবনে সাজান দেহ, দেহের কান্তি দেখে
হৃদয় উন্মেষে--
ছুটে যাই, ছুটে যাই, ব্যাকুল হিয়ায়
প্রেমিকের এই দীনবেশে !
কোথা পাই প্রাণভরা ভালোবাসা, কোথা আলো
কোথা আন্ধকার;
জীবনে চলার পথে-- আশা আর দুরাশার সুর
নাহি খেদ তার।।
No comments:
Post a Comment