Tuesday, April 19, 2016

বিকলাঙ্গ যন্ত্রণারা

বিকলাঙ্গ যন্ত্রণারা
পাঁজরার ভেতর থেকে
নিঃশ্বাসের সঙ্গে
বেরিয়ে আসছে !

আমার জীবনের
সেই চেনা মুখগুলো
যের যার সংসার
গুছোতে ব্যস্ত।

যে ধ্বনি শুনলে
লজ্জায় নুয়ে পড়ত একদিন
এখন সেই 'মা' ডাকেই
সাড়া দিতে দিতে
হাঁপসে যাচ্ছে !

বিকলাঙ্গ যন্ত্রণারা
পাঁজরার ভেতর থেকে
নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে
বেরিয়ে আসছে।

হাপুস নয়নে কাঁদছে !

No comments:

Post a Comment