Saturday, April 23, 2016

এসো হাত ধরো

দুর্বোধ্য আধুনিক কবিতা
ইলেকট্রোকার্ডিওগ্রাম
আর তুমি
এই ত্রয়ীকে 
আমি বুঝি না !

বাঁকাচোরা তোবড়ানো দোমড়ানো
সরলরেখা কোণ ত্রিকোণ এসব শব্দগুচ্ছ
মাথা ঘুলিয়ে দেয় !

ওপরে চুলের টেরির মত ঢেউ খেলানো
নীচে নদীর তরঙ্গমালার উচ্ছ্বাস নৃত্য
কোনটা হৃদয় ঘটিত
কোনটা প্রেম ঘটিত
স্টেথোসস্কোপের ডাবডুব শব্দ
নাড়িতে নারীর পায়লধ্বনি।
আমার পক্ষবিস্তার
ঘাড় গলা চোখ এবং মাথার ছন্দনাচন।

দুর্বোধ্য কষ্টসাধ্য কবিতাও
আমি মেনে নেব
তুমি যদি
গ্রাফিক্ থেকে
নেমে এসে
আমার জীবনে
ফিকস্ হয়ে যাও !

আমার হাত ধরো।
  

No comments:

Post a Comment