বিবাহ সম্পর্ক তো
ধর্মে ধর্মে সম্পর্কিত নয়
সম্পর্ক অঙ্গে অঙ্গে।
চোখের দেখায় অঙ্গ সৌষ্ঠবে
কথাবর্তায় আন্তরিকতায়
সূক্ষ্ম অনুভবে
মন এবং ভালোবাসায়
মনোগত ইচ্ছায়।
তবু ধর্মে ধর্মে
অসবর্ণে
স্বজাতির গণ্ডির বাইরে
অনেক মিলন পিয়াসা
বিবাহ প্রয়াসে প্রস্ফুটিত হয়ে
স্ফুরিত হয় না;
কোথাও বা স্ফুটিত হলেও
জটিলতার দরুন
শুরুতেই আত্যন্তিক হয় না।
তাই অনেক ক্ষেত্রে
ভালোবাসা জেগে উঠলেও
প্রেমের লাল গোলাপের
লাল পাপড়ি
প্রজাপতি ডেকে আনলেও
শুধুই ঘ্রাণ দেয়,
মধুও দেয় না
প্রাণও দেয় না !
ধর্মে ধর্মে সম্পর্কিত নয়
সম্পর্ক অঙ্গে অঙ্গে।
চোখের দেখায় অঙ্গ সৌষ্ঠবে
কথাবর্তায় আন্তরিকতায়
সূক্ষ্ম অনুভবে
মন এবং ভালোবাসায়
মনোগত ইচ্ছায়।
তবু ধর্মে ধর্মে
অসবর্ণে
স্বজাতির গণ্ডির বাইরে
অনেক মিলন পিয়াসা
বিবাহ প্রয়াসে প্রস্ফুটিত হয়ে
স্ফুরিত হয় না;
কোথাও বা স্ফুটিত হলেও
জটিলতার দরুন
শুরুতেই আত্যন্তিক হয় না।
তাই অনেক ক্ষেত্রে
ভালোবাসা জেগে উঠলেও
প্রেমের লাল গোলাপের
লাল পাপড়ি
প্রজাপতি ডেকে আনলেও
শুধুই ঘ্রাণ দেয়,
মধুও দেয় না
প্রাণও দেয় না !
No comments:
Post a Comment