Tuesday, July 5, 2016

ফেরিওয়ালার স্বপ্ন

আমরা কেউই নিজেদের নিয়ে খুশি নই ।
ছোট বোন চিঠিতে লিখেছিল, ' তোর ওষুধ 
ফেরির কাজ কেমন চলছে ?'

ঘাটাল থেকে ফেরার পথে ট্যাক্সিতে
একটি মেয়ে তার দুই অন্তরঙ্গ পুরুষ বন্ধুকে
স্পর্শ দিতে দিতে বলেছিল,
' ওরা ভদ্রবেশী ফেরিওয়ালা ।'

কোন আন্তরিক মেয়ের সাথে অন্তরালে
দেখা হলে বলে, ' তোমাদের যে
কত সুবিধে, হোটেলে থাক ।'

যেন পৃথিবীর সব নষ্টচন্দ্রের গল্প
শুধু আমাদের নিয়েই লেখা !

No comments:

Post a Comment